এশিয়ান হোল্ডিংসের অঙ্গ-প্রতিষ্ঠান এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাগুয়ার ল্যান্ড রোভারের অংশীদার চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেড। গত ৭ অক্টোবর শুক্রবার রাজধানী ঢাকার র্যাডিসন বস্নু হোটেলের গ্র্যান্ড বলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে যাত্রা করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল চেরি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। বাংলাদেশের বাজারে হাইব্রিড এবং বৈদ্যুতিক মডেলের নিত্যনতুন গাড়ি নিয়ে আসবে চেরি বাংলাদেশ।